সন্ধ্যা ঘনিয়ে আসে দিনের শেষ
প্রহর শেষে তাকিয়ে থাকি, বাক স্বল্পতা ভর করে
খুব ভোরে রক্তিম কচি সূর্যের মতো
জন্মেছিলাম এক শিশু
ভোরের সেই রক্তিম অরুণ তরুণ তপ্ত মধ্য দুপুরে
সেই তপ্ত কিরণ ফিকে হয় দিনের শেষে
যৌবনের সতেজ দীপ্ত পদচারণ মিটে যাবে
টুটে যাবে জ্ঞানশিখা যত আয়োজন
তেমনি সন্ধ্যা নামবে, জীবনের সেই নির্মম সন্ধ্যা!
তাকিয়ে দেখবে অনেকে সেই সন্ধ্যা
রাত্রিতে ঢেকে যাবে বিদায়ীর বেশে।😔
০৯.০৯.২০২৩
সন্ধ্যা দেখেছিলাম
--Md. Ateque Ali (sir)
0 Comments
Thenks for your comment!!