পৃথিবীর তাপমাত্রা দিনদিন যত বাড়ছে, বয়স্ক লোকেরা তত বেশি বিপদের মুখোমুখী হচ্ছে। ২০৫০ সাল নাগাদ পৃথিবীর সমগ্র বয়স্ক জনসংখ্যার ২৩% - ও বেশি মানুষ অতিরিক্ত গরমের মুখোমুখি হতে যাচ্ছে , যা তাদের জন্য হবে এক ভয়াবহ অভিজ্ঞতা। তাদের বেশিরভাগই হবে এশিয়া ও আফ্রিকা মহাদেশের অধিবাসী। মিলিয়ন মিলিয়ন বয়স্ক মানুষ ভবিষ্যতে এই দুর্যোগের মুখোমুখি হবে বলে জানিয়েছে গবেষকরা। 

পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, গরমের দিনের সংখ্যা গড়ে প্রতি বছর 10 থেকে 20 দিন  বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এটি ঘটছে। 

এই বিপদ থেকে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের রক্ষা করার জন্য, তাদের অবস্থানের উপর নির্ভর করে আমাদের বিভিন্ন পদক্ষেপ গ্রহন করতে হবে। এর মধ্যে রয়েছে প্রাপ্তবয়স্কদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা, তাদের পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ানো এবং নিরাপদ পানি পান নিশ্চিত করা। পাশাপাশি তাদেরকে  " Heat Wave" সম্পর্কে সতর্ক করতে হবে, তাদের জন্য শীতল পাবলিক স্পেস তৈরি করতে হবে এবং শহরগুলিতে বেশি বেশি গাছ লাগাতে হবে  যাতে তাপমাত্রা হ্রাস পায়। যদিও আমরা ভবিষ্যতের জলবায়ু পরিবর্তন এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে সে সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে পারি না, তবে আমরা জানি যে আজকের প্রাপ্তবয়স্করা আগামীদিনের সম্পদ। সুতরাং, ভবিষ্যতে তাদের যত্ন নেওয়ার জন্য আমাদের এখনই প্রস্তুতি শুরু করতে হবে।


This Article is collected from Science Bee (www.sciencebee.com.bd)