এ বছর মে মাসের শুরুর দিকে ,জাপানের উপকূলীয় শহর Daisen - এর বাসিন্দারা আকাশে এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়। তারা আকাশে বেশ কিছু আলোর স্তম্ভ বা "Light Pillars" দেখতে পান। খুব অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়াতে এই খবর ছড়িয়ে পড়ে এই ভেবে যে , হয়তো কোনো এলিয়েন সভ্যতা আমাদের আক্রমণ করেছে।

তবে ব্যাপারটি টি খুবই সাধারণ একটি ঘটনা , যার যথেষ্ঠ বৈজ্ঞানিক ব্যাখ্যা-ও রয়েছে। Light Pillars এর এই দৃশ্যকে "Isaribi Kochu" নামে ডাকা হয় । আসলে ঐ অঞ্চলে, মাঝিরা রাতের বেলায় মাছ ধরার সময়, মাছের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এর জন্য তারা বেশ উজ্জ্বল আলো ব্যাবহার করেন। আর এই মুহূর্তে আকাশ যদি পরিষ্কার থাকে, তাপমাত্রা যদি কম থাকে এবং বায়ুমণ্ডল এ যদি বরফের স্ফটিক থাকে, তবেই আলো প্রতিফলিত হয়ে এরূপ খাড়া আলোক স্তম্ভ সৃষ্টি করে। যা খুবই স্বাভাবিক একটি প্রাকৃতিক ঘটনা।

তবে, এই সামান্য বিষয় নিয়েই মানুষের মধ্যে হাজারো গু জ ব ছড়িয়ে পড়ে। বিভিন্ন Sci-Fi মুভির আইডিয়া ব্যাবহার করে মনগড়া গল্পঃ চালাতে থাকে অনেকে। যা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে গুজবের ঝড় তুলে দেয়।


This Article is collected from Science Bee (www.sciencebee.com.bd)