বিশ্বে একাকিত্ব আর এর ফলে সৃষ্ট রোগ খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। যেকোনো বয়সের মানুষের জন্য একাকিত্ব খুবই হানিকর। এর সবচেয়ে বড় ভুক্তভুগী হচ্ছেন বৃদ্ধরা। এতে তাদের মস্তিষ্ক ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তাছাড়াও কথা বলার সক্ষমতা পর্যন্ত ধীরে ধীরে হারাচ্ছেন তারা।
তবে আপনি যদি বৃদ্ধ হয়ে থাকেন আর আপনাকে সঙ্গ দেয়ার মত কেউ না থাকলে আপনার পোষা প্রাণী কে নিজের সঙ্গী বানান। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০০ ব্যক্তির ওপর গবেষণা করে দেখা গেছে যেসকল বৃদ্ধ বয়সী পোষা প্রাণীর সাথে সময় কাটায়, একাকিত্ব দুর করার জন্য তাদের ব্রেইন তুলনামূলক ভাবে অনেক দিন স্থায়ী হয়। অন্যান্য বৃদ্ধরা যেখানে সময়ের সাথে কথা বলার দক্ষতা আর বেগ হারিয়ে ফেলে, সেখানে এই ধরনের বৃদ্ধরা তুলনামূলকভাবে বেশি দিন পর্যন্ত সুন্দর মত কথা বলতে পারে, অন্যদের তুলনায় বেশি মনে রাখতে পারে আর তাছাড়াও অন্যান্য শারীরিক সুস্থতা তো আছেই ।
তো আপনার বিড়াল থাকুক, কিংবা যে পোষা প্রাণী-ই থাকুক না লেন তাকে নিজের সঙ্গী বানান, তার সাথে কথা বলে নিজের একাকিত্ব দুর করুন। এতে আপনি জীবনের শেষ সময়টা অনেক সুস্থতার সাথে কাটাতে পারবেন।

This Article is collected from Science Bee (www.sciencebee.com.bd)