পড়াশোনার পিছনে ১৮ বছর ব্যয় করলে, মৃ ত্যুঝু কি কমতে পারে ৩৬% পর্যন্ত!





সম্প্রতি Norwegian University এর গবেষণায় পাওয়া গেছে চোখ কপালে ওঠার মত ফলাফল। আপনি আপনার পড়াশোনার পেছনে যদি ১ বছর ব্যায় করেন তবে এটি আপনার মৃত্যুর ঝুঁকি ২ % পর্যন্ত কমিয়ে দেবে। অর্থাৎ শুধু অর্থ উপার্জন কিংবা জ্ঞানার্জন ই নয় , বরং স্বাভাবিকের চেয়ে বেশিদিন বাঁচতে চাইলেও আপনার পড়াশোনা করা উচিত হবে বলে জানিয়েছে গবেষকরা।
সব বয়সী ও সকল স্থানের মানুষের স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে পড়াশোনা বিশেষ ভূমিকা রাখে, যা মানুষের জীবনকাল পর্যন্ত বৃদ্ধি করে । আপনি যদি শিক্ষাজীবনের ১৮ বছর ব্যায় করেন, তবে এতে আপনার মৃত্যুর ঝুঁকি ৩৬ % পর্যন্ত কমে যেতে পারে!!
গবেষকরা দেখতে পান যে, এই ১৮ বছর পড়াশোনা করা প্রতিনিয়ত আদর্শ পরিমাণ শাক সবজি খাওয়ার সমান উপকারী। আর এই সময়টুকু পড়াশোনা না করলে তা, ১০ বছর ধরে প্রতিদিন ১০ টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি করে!
পড়াশোনার সর্বোচ্চ সুফল ভোগ করে তরুণ সমাজ । তাহলে আপনিও পড়াশোনার দিকে মনোযোগ দিন, আপনার জীবনের আয়ু যদি বৃদ্ধি করতে চান । আর এটাও মাথায় রাখবেন যে, গবেষণায় দেখা গেছে যে পড়াশোনার মান যে খুব বেশি উন্নত হলে এই উপকার পাওয়া যাবে, এমনটা নয়। বরং কম বেশি গড়ে যেকোনো দেশের মানুষ শিক্ষা জীবন অতিক্রমের মাধ্যমে এই বিস্ময়কর উপকার গ্রহণ করতে পারে।


This Article is collected from Science Bee (www.sciencebee.com.bd)